মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের থাকার জন্য ৩২ তলা বিশিষ্ট হোস্টেল নির্মাণের প্রস্তাবে প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
রোববার মালয়েশিয়ার পেনাং রাজ্যের সেবারাং পেরাইয়ের জুরু এলাকায় ২’শয়ের বেশি মালয়েশিয়ান বিদেশি কর্মীদের জন্য হোস্টেলের প্রস্তাবিত নির্মাণ প্রকল্পে আপত্তি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০ হাজারের বেশি শ্রমিকের ধারণক্ষমতা সম্পন্ন প্রকল্পটি নির্মাণের ফলে স্থানীয়দের নিরাপত্তা হুমকির মুখে পড়বে, সামাজিক সমস্যা এবং অপরাধ বৃদ্ধি পাবে এবং যানজটের মতো সমস্যা দেখা দেবে।
স্থানীয় এক ব্যক্তি জানান, বিদেশি শ্রমিকদের হোস্টেল নির্মাণের খবর শুনে তিনি অবাক হয়েছেন। তিনি বলেন, এই এলাকায় এমনিতেই অনেক বিদেশি শ্রমিকের বসবাস। এখন আরও একটি হোস্টেল নির্মাণ করা হলে এলাকাটি বিদেশিদের দখলে চলে যাবে।
আরও
তিনি আরও বলেন, এই বিষয়টিই আমাদেরকে চিন্তিত করে। আমাদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে এবং অন্যান্য অনেক সমস্যা দেখা দেবে, যেমন শত শত বাস এবং ভ্যান এই এলাকায় বিদেশি শ্রমিকদের আনা-নেয়া করতে আসবে যার ফলে এই এলাকায় যানজট আরও বাড়বে।
স্থানীয়রা জানাচ্ছেন, প্রবাসীদের ব্যাপক উপস্থিতির ফলে পরিচ্ছন্নতা, রোগের সংক্রমণ, যানজট এবং অপরাধের মতো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই তারা এই প্রকল্পটি বাতিল চান।











