সর্বশেষ

মালয়েশিয়ায় শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

মালয়েশিয়ায় শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার (বিএসএইউপিএম) উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে কর্মশালা। ১০ নভেম্বর ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার দেওয়ান তাকলিমাত হলে কর্মশালা আয়োজিত হয়।

কর্মশালায় মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের আসন্ন একাডেমিক সাফল্যের জন্য প্রয়োজনীয় দক্ষতা প্রদানে সহায়তা করা যেমন; পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন এবং দক্ষতার সাথে অ্যাসাইনমেন্ট পরিচালনা করার কৌশল, অধ্যয়ন এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষার জন্য সময় এবং মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল, দলগত কাজের দক্ষতা এবং মানসিক স্বাস্থ্য ও শিক্ষাগত স্থিতিস্থাপকতার জন্য স্ব-যত্ন এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে অন্তর্দৃষ্টি করা।

কর্মশালাটির অর্থায়নে ছিলেন ‘এফএএইচই’ প্রতিষ্ঠানের কর্ণধার শাহ আহমেদ রেজা এবং আসাদিক মুঘদোর এবং কর্মশালার আয়োজনের নেতৃত্ব দেন আদিবা আহমদ। পরিচালনা করেন পিএইচডি শিক্ষার্থী সৌরজিৎ বড়ুয়া এবং ভিডিও প্রেজেন্টেশন দেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সহকারী মহাব্যবস্থাপক ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা আরিফ আহমদ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup