সর্বশেষ

প্রবাস থেকে দেশে এসেই লাশ হলেন রাশেদ

প্রবাস থেকে দেশে এসেই লাশ হলেন রাশেদ

চট্টগামের হাটহাজারীতে দেশে আসার তিনদিনের মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মোহাম্মদ রাশেদ নামে দুবাই প্রবাসী

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যার দিকে চিকিৎসাধীন মারা যান তিনি। নিহত রাশেদ উপজেলার মেখল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গণি ব্রিজ সংলগ্ন হিম্মত শিকদার বাড়ির নুর আলমের দ্বিতীয় ছেলে।

নিহতের চাচাতো ভাই মো. শফি বলেন, দুই বছর আগে প্রবাসে পাড়ি জমান রাশেদ। তিনদিন আগে প্রবাস থেকে ছুটিতে দেশে আসেন তিনি। এরপর রাউজান উপজেলায় বোনের শ্বশুরবাড়ি বেড়াতে যান তিনি।

সেখান থেকে বোনের মেয়েকে নিয়ে হাটহাজারী ফেরার পথে রাউজান এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী অটোরিকশা। এতে গুরুতর আহত হন রাশেদ।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নগরীর একটি প্রাইভেট হাসপাতাল পরে চমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যার দিকে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন মেখল ইউনিয়ন পরিষদের মেম্বার সবুজ।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup