সর্বশেষ

প্রবাস থেকে ছুটিতে এসে দুর্ঘটনায় নিহত যুবক

প্রবাস থেকে ছুটিতে এসে দুর্ঘটনায় নিহত যুবক

মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয়েছে। নিহত রেজাউল ইসলাম সামাদ (২২) মধ্যপ্রাচ্য প্রবাসী ছিলেন। কিছুদিন আগে ছুটিতে দেশে এসেছিলেন।

জানা যায়, উপজেলার ভুকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামের গৌড়করন গ্রামের মুক্তাদির মিয়ার ছোট ছেলে রেজাউল ইসলাম সামাদ পাঁচ দিন আগে নিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন।

পরে তাকে স্থানীয় হাসপাতালে ভতি করা হলে অবস্থার অবনতি হওয়ায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির মোটরসাইকেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup