মালদ্বীপে কাগজপত্রবিহীন অবস্থায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বৈধ হওয়ার বিশেষ সুযোগ দিয়েছে দেশটির সরকার। চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই বৈধকরণ প্রক্রিয়া আগামী ২ এপ্রিল পর্যন্ত চলবে। এই সুযোগ কাজে লাগাতে অবৈধ অবস্থায় থাকা প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।
মালদ্বীপে বর্তমানে এক লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বিভিন্ন প্রশাসনিক জটিলতা, মালিক পরিবর্তন বা কাগজপত্রের ঘাটতির কারণে অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছেন। এসব প্রবাসীকে বৈধতার আওতায় আনতেই মালদ্বীপ সরকার সীমিত সময়ের জন্য এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
সরকারি ঘোষণার আওতায়, যেসব প্রবাসী বর্তমানে অবৈধ অবস্থায় রয়েছেন তারা নতুন নিয়োগকর্তা বা কোম্পানির অধীনে নির্ধারিত নিয়ম অনুসরণ করে মালদ্বীপের স্বরাষ্ট্র, নিরাপত্তা ও প্রযুক্তি মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। পুরো প্রক্রিয়াটি নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।
আরও
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, মালদ্বীপের নিরাপত্তা মন্ত্রণালয় একটি নির্দিষ্ট ওয়েবসাইট চালু করবে, যেখানে যোগ্য প্রবাসীরা সরাসরি আবেদন করতে পারবেন। তিনি এই উদ্যোগকে বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি বড় সুযোগ হিসেবে উল্লেখ করে সবাইকে সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানান।
বাংলাদেশ হাইকমিশন আরও জানিয়েছে, ২০২৪ সালের মে মাস থেকে চালু হওয়া ‘অপারেশন কুরাঙ্গি’-এর আওতায় যেসব প্রবাসীর বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে, কেবল তারাই এই বৈধকরণ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে বহু প্রবাসী নতুন করে বৈধভাবে কাজ ও বসবাসের সুযোগ পাবেন।











