কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূরে মাছ ধরার সময় ১২ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার ভোররাতে সেন্টমার্টিনের ছেঁড়াদিয়া এলাকার কাছে বাংলাদেশি দুটি ট্রলার লক্ষ্য করে গোষ্ঠীটির সদস্যরা এ অপহরণ চালায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে নুর আহমেদের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে নিয়ন্ত্রণ হারায়। নির্ধারিত সমুদ্রসীমা থেকে সামান্য সরে গেলে আরাকান আর্মির সদস্যরা ট্রলারটির ওপর চড়ে ৬ জন জেলেকে ধরে নিয়ে যায়। একই সময় সেন্টমার্টিনের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ইলিয়াসের আরেকটি ট্রলার থেকেও আরও ৬ জনকে জোরপূর্বক তুলে নেয় তারা।
অপহৃত জেলেদের মধ্যে রয়েছেন—সেন্টমার্টিনের কবির, আব্দুর রহমান, লেডু মিয়া, রমিস আহমদ, আব্দুর রশিদ, জিয়াউর রহমান, আমানুল্লাহ, ওসমান, আবু তাহের, আব্দুল্লাহ এবং শাহপরীর দ্বীপের আলমসহ আরও একজন অজ্ঞাতনামা জেলে। ঘটনার পর স্থানীয় মাছ ধরারা ব্যাপক আতঙ্কের মধ্যে রয়েছেন।
আরও
সেন্টমার্টিনের বাসিন্দা জেলে আব্দুল গফুর বলেন, “সকালে মাছ ধরার সময় ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে সেটি ভেসে যায়। কিছুক্ষণ পরই আরাকান আর্মির লোকজন এসে জেলেদের ধরে নিয়ে যায়।” তাঁর দাবি, অপহরণের সময় কেউ বাধা দেওয়ার সুযোগ পায়নি।
ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন ও কোস্টগার্ড বিষয়টি তদন্ত করছে এবং জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।











