সৌদি আরবে হজ ও ওমরাহ শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়—এটি লাখো মুসলিমের ভক্তি, ধৈর্য ও আত্মিক যাত্রার এক গভীর অভিজ্ঞতা। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ পবিত্র ভূমিতে পা রাখেন আধ্যাত্মিক স্বপ্ন পূরণের আশায়। তবে দীর্ঘ পথচলা ও পবিত্র স্থানে অনুশ্ঠান পালনের সময় প্রচণ্ড তাপমাত্রা অনেকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
এ চ্যালেঞ্জ কমাতে সৌদি আরব এ বছর হজযাত্রীদের জন্য বিশেষ একটি নতুন উদ্ভাবন চালু করেছে—‘কুলিং ইহরাম’ বা শীতল ইহরাম। তাপ প্রতিফলিতকারী ও শরীর শীতল রাখার উপযোগী বিশেষ উপাদানে তৈরি এই পোশাক ইতোমধ্যে হজযাত্রীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। পবিত্র আনুষ্ঠানিকতার পুরো সময় আরাম ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যমের তথ্যমতে, শীতল ইহরামের নকশা সাধারণ ইহরামের মতোই—সাদা, সরল এবং শালীন। তবে এর বিশেষত্ব লুকিয়ে আছে ব্যবহৃত কাপড়ে। এই উন্নত উপাদান সূর্যের আলো প্রতিফলিত করে, যার ফলে অতিরিক্ত তাপ দেহে প্রবেশ করতে পারে না। পাশাপাশি কাপড়ের বায়ু চলাচলের ক্ষমতা বেশি হওয়ায় বাইরে দীর্ঘ সময় অবস্থানেও শরীর তুলনামূলক ঠান্ডা থাকে।
আরও
এ ছাড়া ঘামের সংস্পর্শে এলে পোশাকটি দ্রুত শুকিয়ে যায়, ফলে হজযাত্রীরা সতেজ ও আরামদায়ক অনুভব করতে পারেন। সাধারণত প্রচণ্ড গরমে যে আঠালো বা অস্বস্তিকর অনুভূতি হয়, শীতল ইহরাম তা কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
হজের মৌসুমে তাপমাত্রা প্রায়ই বিপজ্জনক মাত্রায় পৌঁছায়। এমন পরিস্থিতিতে প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ হজযাত্রীদের জন্য বড় সহায়তা হিসেবে দেখা হচ্ছে। পবিত্র যাত্রায় আধ্যাত্মিক মনোযোগ বজায় রাখতে এটি নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে সৌদি কর্তৃপক্ষ।











