সর্বশেষ

নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

Chief advisor orders nur to be sent abroad

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গণঅধিকার পরিষদের সভাপতি ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নুরের সহধর্মিণী মারিয়া আক্তার, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

540985503 122170741796466590 2627241796495235937 n

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সাক্ষাতের সময় নুরুল হকের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার স্ত্রী মারিয়া আক্তার। তিনি জানান, নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙে গেছে এবং চোয়াল ও মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে। এ অবস্থায় বিদেশে চিকিৎসা করানো একান্ত প্রয়োজন।

মুহাম্মদ ইউনূস তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন নুরের সুচিকিৎসার ব্যবস্থা করে বিদেশে পাঠাতে। তিনি বলেন, “এই ঘটনা আমাদের সবাইকে স্তম্ভিত করেছে। নুরুল হকের চিকিৎসায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ঘটনাটির বিচার বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।”

সাক্ষাতের সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানও উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা জানান, হামলার ঘটনাটি তদন্তে বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। আগামীকালের মধ্যেই এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে এবং ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup