সর্বশেষ

আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৬ শতাধিক, আহত ১৫০০

Death toll from earthquake in afghanistan rises to over 600, 1,500 injured

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন কমপক্ষে এক হাজার ৫০০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার (১ সেপ্টেম্বর) আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, রোববার (৩১ আগস্ট) গভীর রাতে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে আফগানিস্তানের পূর্বাঞ্চলে। ভূমিকম্পের কেন্দ্র ছিল মাত্র পাঁচ মাইল গভীরে, যা এর ধ্বংসযজ্ঞ বাড়িয়ে তোলে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নোরগাল জেলা। সেখানে শত শত মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

তালেবান সরকারের এক বিবৃতিতে জানানো হয়, ভূমিকম্পে তিনটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং বহু গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় ৩০ জন চিকিৎসক এবং ৮০০ কেজি ওষুধ-সরঞ্জাম কুনার প্রদেশে পাঠিয়েছে।

এদিকে, উদ্ধার কার্যক্রম জোরদার করা হলেও প্রয়োজনীয় সরঞ্জাম ও দুর্যোগ ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কারণে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে তালেবান প্রশাসন। আন্তর্জাতিক মহলকে সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তারা। হেলিকপ্টারের মাধ্যমে আহতদের সরিয়ে আনা হচ্ছে, সেনা ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে সহায়তা করছেন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রধান মোল্লা নূরউদ্দিন তুরাব ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা তদারকি করতে পৌঁছেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে কয়েকটি ক্লিনিক থেকে ৪০০-র বেশি আহত ও বহু মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup