সর্বশেষ

দেশের মতো না হলেও ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে প্রবাসীদের মাঝেও

দেশের মতো না হলেও ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে প্রবাসীদের মাঝেও

দরজায় কড়া নাড়ছে ঈদ। সারাদেশের মতো দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে যেন ঈদের আমেজ। দেশে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে না পারলেও সেই কষ্টটা ভুলে থাকার জন্যে অনেক প্রবাসীরা করছেন পছন্দের ঈদ বাজার। কেনাকাটায় পিছিয়ে নেই বাংলাদেশিরাও। প্রবাসী বাংলাদেশিরা বলছেন সারা বছর প্রয়োজন ছাড়া তেমন কাপড় ক্রয় করা হয় না বিদেশে। তবে দেশে ঈদ করতে না পারার দুঃখটা কিছুটা হলেও ভুলে থাকার জন্যে এই কেনাকাটা। কালেকশান, গুনগতমান ভালো এবং বিশেষ ছাড় থাকায় ভিনদেশের নাগরিকরাও ভিড় করছেন বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোতে।

রমজানের শেষ সময় তাই বিভিন্ন হাইফারমার্কেট, ছোট বড় ব্র্যান্ডের প্রতিষ্ঠানগুলোতে বেড়েছে ব্যস্ততা। ব্র্যান্ডের দোকান ছাড়াও প্রবাসীরা সারাদিন ডিউটি করে রাতের বেলায় ভিড় করেন পাঞ্জাবি,শার্ট, প্যান্ট, লুঙ্গি এবং জুতা পাওয়া যায় এমন প্রতিষ্ঠানে। তাই বাংলাদেশি অধ্যুষিত এলাকায়, নির্ধারিত সময়ের বেশি মধ্যরাত পর্যন্ত কাজ করছেন গার্মেন্টস ব্যবসায়ী এবং কর্মজীবীরা। মূলত প্রবাসী বাংলাদেশি কাস্টমারদের কাজ শেষে রাতের বেলায় কেনাকাটা করতে কোন অসুবিধা না হওয়ার জন্যেই। আমিরাতে বিভিন্ন বাংলাদেশি অধ্যুষিত এলাকার প্রতিষ্ঠানগুলো মধ্যরাত পর্যন্তও খোলা রাখছে বলে জানিয়েছেন, এই ব্যবসায় জড়িত কর্মজীবীরা।

পোশাকের মান ধরে রাখা গেলে বিদেশের মাটিতে একসময় অন্যান্য দেশের নাগরিকদের পছন্দের শীর্ষে জায়গা করে নিবে বাংলাদেশি গার্মেন্টস পণ্য, এমনি প্রত্যাশা সকল প্রবাসীদের।

আশপাশের সবাইকে নিয়েই একেকজন প্রবাসীর একেকটি পরিবার। তাই কোন এক সময় অপরিচিত সেই শহরে আপন করে নেয়া পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পরিবারের ঈদ আনন্দ ভাগাভাগি করার।

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post