সর্বশেষ

সড়ক দুর্ঘটনায় প্রবাসী শিক্ষক নিহত

সড়ক দুর্ঘটনায় প্রবাসী শিক্ষক নিহত

অস্ট্রেলিয়ার একটি সড়ক দুর্ঘটনায় ড. মাযহারুল তালুকদার (৪০), একজন বাংলাদেশি শিক্ষাবিদ, প্রাণ হারিয়েছেন। তিনি ইউনিভার্সিটি অব ক্যানবেরার ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

দুর্ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে, গালং অঞ্চলের বার্লি গ্রিফিন ওয়েতে। বিপরীত দিক থেকে আসা একটি ক্যারাভ্যান থেকে ছিটকে পড়া ভারী বস্তু তার গাড়ির উপর আঘাত হানে, যা তাৎক্ষণিকভাবে তার মৃত্যু ঘটায়। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্স কর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সময় গাড়িতে তার সঙ্গে ছিলেন স্ত্রী ও দুই কন্যা। তারা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ক্যারাভ্যান চালককে জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তিনি শারীরিকভাবে অক্ষত রয়েছেন।

ড. মাযহারুল তালুকদার সম্প্রতি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় ফিরেছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। তিনি কর্মজীবনে কৃতিত্বপূর্ণ অবদান রেখেছিলেন এবং শিক্ষার্থীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। এ ঘটনায় বাংলাদেশি প্রবাসী সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

 

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup