ওমানে মূল্যবৃদ্ধির কারণে গাড়ির পিছনেও খরচ বাড়ছে। দেশটিতে ব্যক্তিগত বা বাণিজ্যিক চার চাকা গাড়ীর বীমা প্রিমিয়ামের খরচ এবার ১০ থেকে ১৫ শতাংশ বেড়েছে। দেশটির ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির কর্মকর্তা বদর আল মারজুকি জানান, ট্রাফিক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, খুচরা যন্ত্রাংশের দাম বৃদ্ধি, যানবাহন মেরামত বাবদ ওয়ার্কশপের খরচ এবং অন্যান্যসহ বিভিন্ন কারণে চার চাকার গাড়ির তৃতীয় পক্ষের বীমা মূল্য ৪২ রিয়াল থেকে বৃদ্ধি করে ৪৫ করা হয়েছে।
মূলত গাড়ী বিমাকে তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথম ক্যাটাগরিতে ১৫ হাজার রিয়ালের কম এমন গাড়ি গুলোকে রাখা হয়েছে। দ্বিতীয় ক্যাটাগরিতে রাখা হয়েছে ১৫ থেকে ২৫ হাজার রিয়াল মূল্যের গাড়ি এবং তৃতীয় ক্যাটাগরিতে রাখা হয়েছে ২৫ হাজারের বেশি দামের গাড়িগুলো।
সুতরাং প্রতিটি ক্যাটাগরি গাড়িতে একটি বীমা মূল্য ট্যাগ রয়েছে। এ বিষয়ে ইনস্যুরেন্স কোম্পানির টেরিটরির ডিরেক্টর ফয়সাল বলেন, গাড়ির ধরন এবং ক্যাটাগরি অনুযায়ী বীমা মূল্যও নির্ধারিত হয়। তবে কোরিয়ান, জাপানি, আমেরিকা ও ইউরোপের গাড়ির ক্ষেত্রে আলাদা বীমা মূল্য ধরা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার স্বজনরা উল্লেখযোগ্য অঙ্কের ক্ষতিপূরণ পাবেন। পাশাপাশি বিমা কোম্পানির আয় ব্যাপকভাবে বাড়বে বলে আশা করছেন এই খাতের কর্তাব্যক্তিরা। তবে, নতুন এই আইনের ফলে গাড়ি মালিকদের খরচ আগের চেয়ে কিছুটা বাড়বে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post