ক্রিশ্চিয়ানো রোনালদো—পর্তুগিজ ফুটবল কিংবদন্তি এবং সৌদি আরবের ক্লাব আল-নাসরের তারকা খেলোয়াড়।
তাকে নিয়ে সবসময়ই ভক্তদের মধ্যে কৌতূহল থাকে তুঙ্গে। তবে সাম্প্রতিক সময়ে তার ইসলাম ধর্ম গ্রহণের গুঞ্জন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
এই গুঞ্জনের সূত্রপাত হয় আল-নাসরের সাবেক গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহর এক মন্তব্য থেকে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম, যেমন দ্য এক্সপ্রেস ট্রিবিউন এবং আজ টিভি, তার বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে যে রোনালদো ইসলাম ধর্ম ও সৌদি সংস্কৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করছেন।
একটি টেলিভিশন অনুষ্ঠানে ওয়ালিদ বলেন, “রোনালদো সত্যিই ইসলাম ধর্মের প্রতি আগ্রহী। আমি তার সঙ্গে এ বিষয়ে কথা বলেছি, এবং তিনি ইতোমধ্যেই ইসলামিক রীতিনীতি সম্পর্কে জানার চেষ্টা করছেন।
মাঠে গোল করার পর তার সিজদা দেওয়ার ঘটনা বা সতীর্থদের প্রার্থনার সময় তাদের উৎসাহিত করা এসব বিষয় তা প্রমাণ করে।”
ওয়ালিদ আরও উল্লেখ করেন, অনুশীলনের সময় আজানের ধ্বনি শোনা গেলে রোনালদো কোচকে অনুরোধ করেন সেশন সাময়িকভাবে বিরতি দিতে, যেন তার সতীর্থরা প্রার্থনা করতে পারেন।
সৌদি সংস্কৃতি ও ইসলামিক রীতিনীতি সম্পর্কে জানতে রোনালদো নিয়মিত প্রশ্ন করতেন বলেও জানান তিনি।
RONALDO TO CONVERT TO ISLAM?
“Ronaldo genuinely wants to convert to Islam”- Ex- teammate
Former Al-Nassr goalkeeper Waleed Abdullah revealed that the Portuguese superstar has shown a keen interest in Islamic culture and practices since his move to Saudi Arabia.
In a recent… pic.twitter.com/nh1vd2XM9d
— ADAM (@AdameMedia) December 4, 2024
তবে ওয়ালিদ পরিষ্কারভাবে এটাও বলেন, “রোনালদো ইসলাম গ্রহণ করবেন কি না, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে একজন খেলোয়াড় ও ব্যক্তি হিসেবে তার বিনয়, শৃঙ্খলা, এবং প্রতিশ্রুতি তাকে বিশেষ এক উচ্চতায় নিয়ে গেছে।”
এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে রোনালদোর ইসলাম গ্রহণের গুজব সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। যদিও পরবর্তীতে বিভিন্ন ফ্যাক্টচেক প্রতিষ্ঠানের মাধ্যমে জানা যায়, সেগুলো ভিত্তিহীন। এবারের দাবি কতটা সত্য বা সঠিক, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রোনালদোর মতো একজন বিশ্বখ্যাত ব্যক্তিত্বের ধর্মান্তরের মতো সংবেদনশীল বিষয়ে নিশ্চিত হওয়ার আগে আরও যাচাই-বাছাই প্রয়োজন। তবে তার সৌদি সংস্কৃতির প্রতি সম্মান ও আন্তরিকতা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post