জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, দেশের জনগণ অচিরেই একটি সুখবর পাবে। তিনি বলেন, “আমরা অপপ্রচার মোকাবিলায় সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
কারও প্ররোচনায় পা দেব না, মাথা নত করব না, তবে সীমা লঙ্ঘনও করব না। আশা করি, শিগগিরই ভালো কিছু ঘটবে।”
বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তবে তিনি ঠিক কী ধরনের সুখবরের কথা বলেছেন, তা স্পষ্ট করেননি।
সরকারের সঙ্গে সহযোগিতার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস করা হবে না। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। সরকার যেন সঠিক ও যৌক্তিক সিদ্ধান্ত নেয়, সেজন্য আমরা সহযোগিতা করব।”
জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, “জাতীয় ঐক্যের ভিত্তিতেই অতীতে বিজয় এসেছে। চলমান ষড়যন্ত্র মোকাবিলায়ও ঐক্যের বিকল্প নেই। দেশি-বিদেশি গণমাধ্যমে ছড়ানো প্রোপাগান্ডার বিরুদ্ধে আমাদের সক্রিয় হতে হবে।”
এদিন বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে অংশ নেয় ডা. শফিকুর রহমানের নেতৃত্বাধীন জামায়াতের একটি চার সদস্যের প্রতিনিধি দল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post