বাংলাদেশের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার দায়ভার থেকে ভারত সরকার কোনোভাবেই মুক্তি পেতে পারে না।
বুধবার (৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।
নাহিদ ইসলাম বলেন, “একটি দেশের হাইকমিশনে আক্রমণ কোনো সভ্য রাষ্ট্রের আচরণ হতে পারে না। এ ঘটনায় ভারত সরকারের ওপর দায় অর্পণ করছি, কারণ তারা এই দায়িত্ব এড়াতে পারে না।”
তিনি আরও জানান, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালিয়ে জোরপূর্বক বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলা হয়েছে।
এ ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করলেও বিষয়টি যথেষ্ট নয়। বাংলাদেশ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে।
ভারতের কিছু গণমাধ্যমের ভূমিকারও কড়া সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, “যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে অতিরঞ্জিত ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, তা রাষ্ট্রীয় সমর্থন ছাড়া সম্ভব নয়। এটি ভারত সরকারের দায়িত্বজ্ঞানহীন আচরণকেই প্রকাশ করে।”
তিনি ভারতকে বিভাজনের রাজনীতি পরিহার করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ার আহ্বান জানিয়ে বলেন, “একটি দেশের হাইকমিশনে আক্রমণ কোনো সময়েই কোনো সভ্য রাষ্ট্রের পরিচায়ক নয়।
ভারতকে আমরা বলব, বিভাজনের রাজনীতির পথ থেকে সরে এসে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার পথে এগিয়ে আসুন।”
উপদেষ্টা নাহিদের এই বার্তা দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি গঠনমূলক আলোচনা শুরু করার গুরুত্ব তুলে ধরেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post