ভারতের বিতর্কিত শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির অভিযোগে দেশটির পার্লামেন্ট চত্বরে বিরোধী দলের আইনপ্রণেতারা প্রতিবাদ করেছেন।
বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার আদানিকে বিশেষ সুবিধা প্রদান করছে। পাশাপাশি, বিরোধী দলগুলো আদানির বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগও তুলেছে।
এই বিষয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরাসরি বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে আদানির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। তিনি পার্লামেন্টে এ বিষয়ে আলোচনার দাবি জানালেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি।
অন্যদিকে, আদানি গ্রুপ অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post