বাংলাদেশের একজন অসামান্য নারী রিক্তা আক্তার বানু বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি পেয়েছেন। ব্রিটিশ ব্রডকাস্ট করপোরেশন (বিবিসি) প্রকাশিত ২০২৪ সালের ১০০ জন অনুপ্রেরণাদায়ী নারীর তালিকায় তিনি স্থান পেয়েছেন।
চলতি বছরের জন্য বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীকে নিয়ে করা তালিকাটি মঙ্গলবার (৩ ডিসেম্বর) প্রকাশ করেছে বিবিসি।
প্রতিষ্ঠানটি পৃথক পাঁচ বিভাগে বেছে নিয়েছে ১০০ নারীকে। বিভাগগুলো হচ্ছে জলবায়ুকর্মী, সংস্কৃতি ও শিক্ষা, বিনোদন ও ক্রীড়া, রাজনীতি ও অ্যাডভোকেসি এবং বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি। এসবের মধ্যে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি বিভাগে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের নারী রিক্তা।
তার পরিচয়ে বলা হয়েছে, তিনি একজন নার্স এবং স্কুলের প্রতিষ্ঠাতা। রিক্তা জানিয়েছেন, বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় বসবাস তার।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করে রিক্তা আক্তার বানু সমাজে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার এই উদ্যোগের পেছনে রয়েছে একটি ব্যক্তিগত গল্প। নিজের প্রতিবন্ধী মেয়ের জন্য স্কুল খুঁজতে গিয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর তিনি নিজেই একটি স্কুল প্রতিষ্ঠার সাহসিক সিদ্ধান্ত নেন।
এই মেয়েকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে যাওয়ায় স্কুল কর্তৃপক্ষ সেই মেয়েকে ভর্তি নিতে অস্বীকৃতি জানায়। এরপর রিক্তা নিজেই তার জমি বিক্রি করে একটি স্কুল প্রতিষ্ঠা করেন।
বর্তমানে রিক্তার প্রতিষ্ঠিত স্কুলে তিনশতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত। এই স্কুলটি শুধুমাত্র শিক্ষা দিচ্ছে না, বরং সমাজের প্রতিবন্ধীদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিবিসির এই তালিকায় রিক্তা আক্তার বানুর পাশাপাশি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাদিয়া মুরাদ, নভোচারী সুনীতা উইলিয়ামস, এবং অন্যান্য ক্ষেত্রের বিশিষ্ট নারীরাও স্থান পেয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post