ওমানের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে টিকিয়ে রাখার জন্য দেশটির সরকার ভিন্ন এক উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের আলোকে দেশটির ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্রবাসী কর্মী নিয়োগে প্রথম পাঁচ জন প্রবাসী কর্মীর লাইসেন্স প্রাপ্তির জন্য ১০১ ওমানি রিয়াল ফি ধার্য করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, “ওমানে প্রবাসী কর্মী নিয়োগের জন্য লাইসেন্স প্রদান ও নবায়ন ফি সম্পর্কে শ্রম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রতিটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য নিম্নলিখিত ফি ধার্য করা হয়েছে।
১.এক থেকে পাঁচ জন প্রবাসী কর্মীর জন্য ফি ধার্য করা হয়েছে ১০১ ওমানি রিয়াল।
২. কমপক্ষে একজন ওমানিকে নিযুক্ত করার শর্তে ১০ জন প্রবাসী কর্মীর জন্য ফি ধার্য করা হয়েছে ১৫১ ওমানি রিয়াল।
৩. নির্দিষ্ট পেশায় ফি ধার্য করা হয়েছে এক হাজার এক ওমানি রিয়াল।
এছাড়াও এই ফি কমিয়ে আনার জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে শ্রম মন্ত্রণালয়। সেই বিষয়গুলো হলো:
* ওমানিকরণ নীতি মেনে যেসকল প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে, তাদের ক্ষেত্রে ফি বাবদ ৫০ শতাংশ হ্রাস করা হয়েছে।
* অর্থনৈতিক উদ্দীপনা পরিকল্পনা অনুসারে কমপক্ষে একজন ওমানিকে নিযুক্ত করে এমন প্রতিষ্ঠানের জন্য ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post