ব্যবহারকারীদের জন্য সুখবর দিল সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। ব্যবহারকারীদের আরও উন্নত সেবা দিতে একটি বড় পরিকল্পনা হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। মেটা তার পরিকাঠামো আরও শক্তিশালী করতে এবং বিশ্বজুড়ে ডেটা ট্রাফিকের বিস্তার বাড়ানোর জন্য সমুদ্রে প্রায় ৪০ হাজার কিলোমিটার দৈর্ঘে একটি কেবল স্থাপন করার পরিকল্পনা করেছে।
এ প্রকল্পে প্রায় ১০ বিলিয়ন ডলার (৮৪ হাজার কোটি টাকা) খরচ হবে বলে জানা গেছে।
মেটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইন্টারনেট ব্যবহারকারী কোম্পানি। এর প্ল্যাটফর্মটি সব ধরনের ইন্টারনেটের ১০ শতাংশ এবং মোবাইল ইন্টারনেট ট্রাফিকের ২২ শতাংশ পায়। এখন যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে, এ সংস্থাটি তার ডেটা ট্র্যাফিককে শক্তিশালী করতে নেটওয়ার্কে কাজ করার পরিকল্পনাও করেছে।
এই প্রযুক্তি সংস্থাটি সমুদ্রে ডাটা ক্যাবল স্থাপনের পরিকল্পনা শুরু করেছে। মেটা টেকক্রাঞ্চকে জানিয়েছে, সাব-সি ক্যাবল স্থাপনের পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এটিতে কোনো কাজ শুরু হয়নি বা এর বাজেট এখনো প্রকাশ করা হয়নি।
তবে আশা করা যায়, সংস্থাটি ২০২৫ সালের প্রথম দিকে এ প্রকল্পটি ঘোষণা করতে পারে। এতে কেবল স্থাপনের রুট, ধারণক্ষমতা ও বাজেট প্রকাশ করা হবে। তবে প্রাথমিক হিসাব করা হচ্ছে প্রায় ১০ বিলিয়ন ডলার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post