ক’দিন ধরেই নানা ঘটনায় নৈরাজ্য চলছে। এবার তাতে যুক্ত হল সুপ্রিম কোর্টের এজলাস। ঢাকায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি আশরাফুল কামালের দিকে ডিম ছুড়ে মেরে তাঁকে এজলাস থেকে নেমে যেতে বাধ্য করেন।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বে হাইকোর্ট এজলাসে বসেন। যখন আইটেম ১২ নম্বর চলে এ সময় একদল আইনজীবী এজলাসে প্রবেশ করে বলেন, আপনি এজলাস থেকে নেমে যান। তিনি তাতে কর্ণপাত না করায় ডিম ছুড়তে শুরু করেন মারমুখী আইনজীবীরা। অপমানে বিচারপতি এজলাস ছেড়ে নেমে যেতে বাধ্য হন।
জানা গিয়েছে, এই ঘটনা ঘটিয়েছে বিএনপি পন্থী আইনজীবীরা। বিচারপতি কামাল একটি মামলার রায়ে বিএনপির কার্যকরী চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করেছেন বলে ওই আইনজীবীদের অভিযোগ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post