ভ্রমণপ্রিয়দের জন্য সুখবর দিয়েছে মালয়েশিয়া। আগামী জানুয়ারি থেকে দেশটি ৩০ দিনের বেশি অবস্থান করতে চাওয়া বিদেশি নাগরিকদের জন্য বিশেষ অনলাইন পাস (ইএসপি) চালু করতে যাচ্ছে। এই ডিজিটাল পাসটি অভিবাসন সংক্রান্ত প্রক্রিয়াকে সহজতর করার পাশাপাশি প্রশাসনিক দক্ষতা বাড়াবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।
সোমবার (২৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ইএসপি মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ডিজিটাল রূপান্তরের অংশ। এটি ১৯৬৩ সালের অভিবাসন প্রবিধান অনুযায়ী ৩০ দিনের জন্য মালয়েশিয়ায় থাকার অনুমতি দেবে।
মন্ত্রী আরও জানান, বর্তমানে বিশেষ পাসের জন্য আবেদন প্রক্রিয়া ম্যানুয়ালি সম্পন্ন করা হয়, যা সময়সাপেক্ষ এবং কাউন্টারগুলোতে অতিরিক্ত চাপ সৃষ্টি করে। ২০২৩ সালে ১ লাখ ৩৯ হাজারের বেশি বিশেষ পাস ইস্যু করা হয়েছে। এই সংখ্যা চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১ লাখ ১৯ হাজারে পৌঁছেছে।
ইএসপি চালুর ফলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হবে, যা কাউন্টারে ভিড় কমাতে এবং একটি আধুনিক কাজের সংস্কৃতি গড়ে তুলতে সহায়তা করবে। এটি দীর্ঘমেয়াদি সোশ্যাল ভিজিট পাস (পিএলএস) এবং পেশাদার ভিজিট পাসসহ অভিবাসন সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় বিষয় সহজে পরিচালনা করবে।
বিশেষ পরিস্থিতিতে যেমন হাসপাতালে ভর্তি, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য ন্যায়সংগত কারণেও এই পাসের জন্য আবেদন করা যাবে। মন্ত্রী আশ্বস্ত করেছেন, ইএসপি প্ল্যাটফর্মের মাধ্যমে নিরাপত্তা এবং স্বচ্ছতার বিষয়টি সর্বাধিক গুরুত্ব সহকারে নিশ্চিত করা হবে।
মালয়েশিয়ার এই উদ্যোগ অভিবাসন প্রক্রিয়ায় ডিজিটাল পরিবর্তনের মাধ্যমে আরও সহজ ও কার্যকর সেবা প্রদান করবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post