ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত একটি সমাবেশে যোগ দিলে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। এই ঋণ পেতে শর্তসাপেক্ষে সমাবেশে উপস্থিত হতে হবে।
রবিবার সন্ধ্যায়, এই ঘোষণার প্রেক্ষিতে বিভিন্ন উপজেলার প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ ১০টি বাস ও অন্তত ১৫টি মাইক্রোবাসে ঢাকার উদ্দেশে রওনা হন।
তবে যাত্রাপথে স্থানীয় জনগণের সন্দেহ সৃষ্টি হয়, এবং তারা গাড়িগুলো আটকে দেয়।
ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এই ঘটনায় সরাসরি জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিষয়ে তদন্ত চলছে।
এদিকে, স্থানীয় জামায়াত নেতা সৈয়দ আনোয়ার হোসেন দাবি করেছেন, এটি অন্তবর্তীকালীন সরকার উৎখাতের একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে।
তিনি গাড়িগুলো আটকে পুলিশকে খবর দিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, প্রশাসন সঠিক তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post