রাউজানের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আজিজুল হককে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার লয়েল রোড থেকে তাকে আটক করে র্যাব, পরে তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়। রাউজান থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে।
আজিজুল হক ওমান প্রবাসী সিআইপি ইয়াসিন চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট এবং দুইটি অস্ত্র মামলার আসামি।
জানা যায়, ৫০-৬০ জন অস্ত্রধারী সঙ্গী নিয়ে তিনি এই অপরাধগুলো সংঘটিত করেছিলেন। এছাড়া তিনি রাউজানের ডাবুয়ার দুই সহোদর স্কুলছাত্র টিটু-বিটুর নির্মম হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি।
আজিজুল হকের বিরুদ্ধে রাউজান থানায় হত্যা, অস্ত্র আইন, অপহরণ, ডাকাতি, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরসহ নানা অপরাধে ১২টিরও বেশি মামলা রয়েছে।
২০০২ সালের ১১ এপ্রিল রাউজানের হিংগলায় বৌদ্ধ আনাত আশ্রমের পরিচালক জ্ঞানজ্যোতি ভিক্ষুকে নির্মমভাবে হত্যা এবং টিটু-বিটুকে কুপিয়ে হত্যার অভিযোগে তিনি আলোচিত হন।
জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ওমানে পলাতক ছিলেন। জামিন নিয়ে বিদেশে পালিয়ে গেলেও দেশে ফিরে আবারও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেন।
আজিজুল হকের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীর। গ্রেপ্তারের খবরে ওমান প্রবাসীরা আনন্দ প্রকাশ করেছেন এবং তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post