প্রবাসীদের কোনোরূপ বিদায়ী সংবর্ধনা ছাড়াই ওমান ত্যাগ করেছেন রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম। শুক্রবার রাত ৯ টায় এই কূটনীতিক ওমান ছেড়েছেন বলে দূতাবাস সূত্রে নিশ্চিত হওয়া গেছে। ২০২২ সাল থেকে তিনি আড়াই বছরেরও বেশি সময় ওমানে দায়িত্ব পালন করেছেন।
কমিউনিটির প্রবীণরা বলছেন, কোনধরণের আয়োজন ছাড়াই কোনো রাষ্ট্রদূতের এভাবে বিদায় নেওয়ার নজির নেই। ওমানে বন্ধ হওয়া ভিসা চালু করতে না পারাকে তার বড় ধরণের ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে।
যদিও বিষয়টি আঁচ করা গেছে আরও আগেই। সরকারের উর্ধ্বতন একাধিক কর্মকর্তা মাস্কাট থেকে নাজমুল ইসলামকে সরিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন। এছাড়া গত সোমবার সকালে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সায়িদ বদর হামাদ আল বুসাইদির সঙ্গে বিদায়ী সাক্ষাতও করেছিলেন রাষ্ট্রদূত।
জানা গেছে, তার স্থানে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে পারেন বাংলাদেশ নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ও ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল-আজিম। সামরিক কর্মকর্তাকে নিয়োগের খবরে ইতোমধ্যে প্রবাসীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post