প্যারিস থেকে দিল্লি আসা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে পাইলটের ডিউটি টাইম শেষ হওয়ায় জয়পুরে জরুরি অবতরণ। ১৮০ জন যাত্রী ৮ ঘন্টা আটকে থেকে অবশেষে বাসে দিল্লি পৌঁছান।
প্যারিস থেকে দিল্লি যাওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে সোমবার এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। মাঝরাস্তাতেই শেষ হয়ে যায় পাইলটের ডিউটি টাইম! আর তারপরেই অদ্ভুত কাণ্ড করে বসেন তিনি। ডিউটি টাইম শেষ হতেই ফ্লাইট ছেড়ে চলে যান তিনি! এই ঘটনার কারণে ১৮০ জনেরও বেশি যাত্রীকে জয়পুর বিমানবন্দরে ৮ ঘন্টা ধরে আটকে ছিলেন। তাদের অবশেষে সড়কপথে দিল্লি পাঠানো হয়।
দিল্লির পরিবর্তে জয়পুরে জরুরি অবতরণ এই ফ্লাইটটি ছিল এয়ার ইন্ডিয়ার এআই-২০২২, রবিবার রাত ১০টায় প্যারিস থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল। ফ্লাইটের নির্ধারিত সময় ছিল সকাল ১০:৩৫, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বিমান দিল্লিতে অবতরণ করতে পারেনি। এরপর এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-এর নির্দেশে পাইলট ফ্লাইটটিকে জয়পুরে অবতরণ করান, যেখানে তারা দুপুর পর্যন্ত উড়ানের জন্য ক্লিয়ারেন্সের অপেক্ষায় থাকেন।
ক্লিয়ারেন্স পেতে দেরি হওয়ায় পাইলটের ডিউটি টাইম শেষ হয়ে যায়, তখন তিনি ফ্লাইট ছেড়ে দেন, যার ফলে বিমানে থাকা সমস্ত যাত্রী আটকে থাকেন ওই বিমানবন্দরেই। যাত্রীরা বিমানবন্দরে বিক্ষোভ শুরু করেন এবং বিকল্প ফ্লাইটের দাবি জানান, কিন্তু এয়ারলাইন্স কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি।
ফ্লাইট ছেড়ে বাসে দিল্লি যেতে হয় ৮ ঘন্টা অপেক্ষার পর, কিছু যাত্রী তাদের ব্যক্তিগত গাড়িতে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নেন, অন্যদিকে বাকি যাত্রীদের এয়ারলাইন্স কর্তৃপক্ষ বাসে করে দিল্লি পাঠায়।
যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের খাবারের ব্যবস্থা করে, তবুও তাদের ক্ষোভ কমেনি এবং তারা বিকল্প ফ্লাইটের দাবি জানাতে থাকেন। এই ঘটনাটি আবারও এয়ারলাইন্স এবং যাত্রীদের মধ্যে স্পষ্ট যোগাযোগ এবং কার্যকর ব্যবস্থার অভাবকে প্রকাশ করে, বিশেষ করে যখন যাত্রীদের এ ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হতে হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post