বোয়ালখালীতে বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি মহিউদ্দিন সাকিবকে (২৪) মালয়েশিয়া পালানোর সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার।
তিনি জানান, সোমবার (১৮ নভেম্বর) সকাল ৭টার দিকে আসামি মহিউদ্দিন গ্রেপ্তার এড়াতে মালয়েশিয়া পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল। এ সময় ইমিগ্রেশনে তাকে আটক করা হয়।
খবর পেয়ে ওইদিন রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে বোয়ালখালী থানা পুলিশ।
গ্রেপ্তার মহিউদ্দিন সাকিব উপজেলার পশ্চিম শাকপুরা মনার বাপের টেক তুফান আলী মুন্সী বাড়ির আব্দুল মোনাফের ছেলে।
জানা যায়, গত ১৫ আগস্ট বিকেল ৫টার দিকে উপজেলার পশ্চিম শাকপুরা গ্রামে ঘরে একা পেয়ে বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে মহিউদ্দিন সাকিবের বিরুদ্ধে। এ ঘটনায় ৫ম শ্রেণিতে পড়ুয়া ওই শিশুটির মা বাদী হয়ে গত ১৭ আগস্ট তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর তাকে গ্রেপ্তারে একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও মহিউদ্দিন সাকিব আত্মগোপনে চলে যান। সম্প্রতি সে বিদেশ পালিয়ে যেতে পারে এমন তথ্য পাওয়ায় ইমিগ্রেশনকে সেটি চিঠি দিয়ে জানায় পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post