মালয়েশিয়ায় প্রবাসীদের এমআরপি ও ই-পাসপোর্ট নবায়ন দ্রুত নিরসনের দাবি জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া (বিসিপিএম)-এর নেতারা।
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এই দাবি জানান।
তারা বলেন, বর্তমানে মালয়েশিয়ায় মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সেবার কার্যক্রম অনেকটাই বন্ধ রয়েছে। অন্যদিকে নতুন করে ই-পাসপোর্ট করতে গিয়েও প্রবাসীদের পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। সকাল থেকে বিকেল পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও ই-পাসপোর্টের আবেদন করতে না পেরে ফিরে যাচ্ছেন অনেকে। এমন পরিস্থিতিতে তারা কাজের ভিসাও নবায়ন করতে পারছেন না। ফলে পাসপোর্টের জন্য রীতিমতো হাহাকার করছেন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
সংগঠনের সভাপতি মোস্তফা ইমরান রাজুর সভাপতিত্বে ও সহ-সভাপতি কায়সার হামিদ হান্নানের সঞ্চালয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম রহমান পারভেজ।
প্রধান অতিথির বক্তব্যে পারভেজ বলেন, বাংলাদেশ প্রেস ক্লাবের কর্মকাণ্ড আরও প্রবাসীবান্ধব করে তুলতে হবে, পাসপোর্ট প্রাপ্তির বিড়ম্বনাসহ অন্যান্য সুযোগ সুবিধা বাস্তবায়নে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সাংবাদিকদের ভূমিকা আরও প্রসারিত করে প্রবাসীদের জন্য কাজ করে যাওয়ারও পরামর্শ দেন তিনি।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. আমিনুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক বাপ্পি কুমার দাস, প্রচার সম্পাদক শওকত হোসেন জনি প্রমুখ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post