গত ২০২০ সালের আগে করা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সংশোধনী আবেদনের সংখ্যা জানতে চেয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম। সেই সঙ্গে কোনো অফিসারের কাছে ওই সময়ের কত আবেদন অনিষ্পন্ন অবস্থায় আছে সেই কর্মকর্তাদের তালিকাও চেয়েছেন সচিব।
সম্প্রতি নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় ইসি সচিব এসব বিষয়ে জানতে চেয়েছেন।
ইসি সচিব জানান, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সব পর্যায়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা প্রয়োজন। বিবেক এবং ন্যায়বোধ উজ্জীবিত করে সবাইকে স্ব স্ব ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
তিনি জানান, গত ২০২০ সালের পূর্বে জাতীয় পরিচয়পত্রের সেবা প্রাপ্তির জন্য আবেদন করে যারা এখনও সেবা পাননি এমন অনিষ্পন্ন আবেদনের তালিকা এবং তা কার কাছে অনিষ্পন্ন রয়েছে, সে তালিকা উপস্থাপন করা হতে পারে।
শফিউল আজিম জানান, দুর্নীতি পরিহার করে সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে। কোনরূপ ভোগান্তি বা হয়রানি ছাড়া সেবা নিশ্চিত করতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post