চীনে একটি অদ্ভুত পারিবারিক বিতর্কের জেরে স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে বিচ্ছেদের মামলা করেছেন, কারণ তাদের উভয়ের গায়ের রং ফর্সা হলেও সদ্যোজাত সন্তানের গায়ের রং কৃষ্ণবর্ণ। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
সংবাদমাধ্যম চায়না টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, মাসখানেক আগে ৩০ বছর বয়সী ওই নারী সিজারিয়ানের মাধ্যমে সন্তানের জন্ম দেন। সন্তানের গায়ের রং কৃষ্ণবর্ণ হওয়ায়, তার স্বামী স্ত্রীর ওপর সন্দেহ প্রকাশ করেন এবং সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নারী জানান, সন্তানের গায়ের রং নিয়ে স্বামীর এমন প্রতিক্রিয়ায় তিনি হতবাক হয়েছেন। তিনি বলেন, সন্তানকে প্রথম দেখে স্বামী বিস্মিত হন এবং কোলে নিতে অস্বীকৃতি জানান। সন্তান তার জৈবিক সন্তান কিনা তা নিশ্চিত করতে তিনি ডিএনএ পরীক্ষার দাবি জানান।
এই ঘটনায় বিষণ্ণ ওই নারী নেটিজেনদের পরামর্শ চেয়ে একটি পোস্ট করেন এবং জানান, সন্তানকে তিনি কখনোই দূরে ঠেলে দিতে পারবেন না। তার মতে, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা সবার ঊর্ধ্বে।
এই ঘটনার পর নেটিজেনরা ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই বলেন, স্বামী-স্ত্রী ফর্সা হলেও সন্তানের গায়ের রং ভিন্ন হতে পারে, যা প্রকৃতির স্বাভাবিক বৈচিত্র্য। অন্যদিকে, অনেকে ঘটনাটি নিয়ে চর্চা শুরু করেন। বিষয়টি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post