ওমানে দিনদিন সংকুচিত হচ্ছে প্রবাসীদের শ্রম বাজার। বিভিন্ন পেশায় ওমানি করনের নীতিতে আগাচ্ছে দেশটির সরকার। এমতাবস্থায় দেশটিতে বসবাসরত প্রবাসীদের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার দিকে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই।
ইতিমধ্যেই ওমানের সুলতান হাইথাম বিন তারিকের নির্দেশনা মেনে বিভিন্ন খাতে ওমানি নাগরিকদের নিয়োগের প্রক্রিয়া আরো ত্বরান্বিত করার লক্ষ্যে দেশটির বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের সাধারণ পরিচালকদের সাথে যৌথ বৈঠক করেছে শ্রম মন্ত্রণালয়।
শুক্রবার অনুষ্ঠিত এই সভায় নতুন অ্যাপ্লিকেশন নিয়োগের সময়সূচী নির্ধারণ, প্রবাসী কর্মীদের প্রতিস্থাপন, প্রয়োজন অনুযায়ী অস্থায়ী কাজের চুক্তি বা ঘন্টা মাফিক কর্মসংস্থান ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। ওমানের বিভিন্ন স্কুলে দুই হাজার ৭০০ প্রবাসী শিক্ষক কর্মরত রয়েছেন।
যাদের ওমানি নাগরিক দিয়ে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের প্রথমে শূন্য কোটায় নতুন ওমানি নাগরিকদের নিয়োগ প্রক্রিয়া শেষ করেই প্রবাসী কর্মীদের প্রতিস্থাপন প্রক্রিয়া শুরু করবে এমন তথ্য জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।
টাইমস অব ওমানের এক সংবাদে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “নিয়োগের ক্ষেত্রে প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার পরে চলতি বছরের জুলাইয়ের মধ্যেই নতুন শিক্ষকের নাম ঘোষণা করা হবে। নতুন শিক্ষাবর্ষের শুরুর হওয়া পর্যন্ত শিক্ষক নিয়োগের সংখ্যা বাড়ানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
দেশটির শিক্ষা খাতে কর্মরত প্রবাসীদের স্থানে ওমানি নাগরিকদের কাজের ব্যবস্থা করতে ইতিমধ্যেই জোরেশোরে কাজ শুরু করেছে শ্রম মন্ত্রণালয়। এ ব্যাপারে গত শুক্রবার দেশটির বিভিন্ন সরকারী সংস্থার মানবসম্পদ বিভাগের মহাপরিচালকদের সাথে একটি যৌথ বৈঠক করেছে শ্রম মন্ত্রণালয়।
সভায় স্থানীয় জনশক্তির সাথে প্রবাসীদের প্রতিস্থাপনের লক্ষ্যে ও সময়সীমা নির্ধারণের পাশাপাশি সংস্থাগুলির প্রয়োজনীয়তা অনুসারে অস্থায়ী চুক্তিতে শ্রমিক নিয়োগের ব্যবস্থা করার লক্ষ্য নির্ধারণ করা হয়। স্থানীয়দের নিয়োগের গতি বাড়ানোর জন্য সুলতান হাইথাম বিন তারিকের নির্দেশনার সাথে মিল রেখে একটি সময়সীমা নির্ধারণ করা হয়। একই সাথে নিয়োগের প্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকারী প্রতিষ্ঠানকে আরো গুরুত্ব দেওয়ার তাগিদ দেয় মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post