ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গোপালগঞ্জের ৩জন সহ আটজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। পশ্চিমবঙ্গের খড়দহ থানার অন্তর্গত তিনটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বাবলু শেখ, ফারুক শেখ এবং আলি শেখের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে বলে জানা গেছে।
তারা খড়দহ এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। বাকি পাঁচজনের পরিচয় এখনো প্রকাশ করেনি ভারতীয় পুলিশ।
এর আগে, গত ১৩ নভেম্বর ভারতের আর্থিক তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দুই বাংলাদেশি এবং তাদের এক ভারতীয় সহযোগীকে গ্রেপ্তার করে।
কলকাতা থেকে গ্রেপ্তার হওয়া বাংলাদেশিরা হলেন রনি মণ্ডল ও সামির চৌধুরী, এবং তাদের ভারতীয় সহযোগী পিন্টু হালদার। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ ও মানব পাচারে সহায়তার অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনার মাত্র একদিন আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের ১৭টি স্থানে বাংলাদেশি অনুপ্রবেশ সংশ্লিষ্ট অর্থ পাচার মামলায় অভিযান পরিচালনা করেছিল। ৪ জুন দায়ের হওয়া একটি এফআইআরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post