জাতীয় নির্বাচনের সময়সূচি সম্পর্কে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, দেশের প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করা হবে। তবে নির্বাচনের সুনির্দিষ্ট সময় নির্ভর করছে সংস্কারের অগ্রগতির ওপর।
আজারবাইজানের রাজধানী বাকুতে কপ ২৯ সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, সরকারের দায়িত্ব গ্রহণের সময় দেশকে একটি সুষ্ঠু ও স্থিতিশীল নির্বাচনের জন্য প্রস্তুত করার অঙ্গীকার করা হয়েছিল। সেই প্রস্তুতি সম্পন্ন হলেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
ড. ইউনূস বলেন, “সরকার দ্রুত নির্বাচন দিতে চায় এবং এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন। সরকার, সংসদ এবং নির্বাচনী বিধি সংক্রান্ত সব সংস্কার কাজ দ্রুত শেষ করার ওপর আমরা গুরুত্ব দিচ্ছি।”
অন্তর্বর্তী সরকারের মেয়াদ সংক্ষিপ্ত রাখার ব্যাপারে ড. ইউনূস বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারে আছি এবং আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত।”
দেশে চলমান অস্থিতিশীলতা প্রসঙ্গে তিনি বলেন, “যেকোনো সরকারই এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন থাকবে, আমাদের সরকারও তাই। আমরা শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে চাই এবং আশা করি তা করতে পারব।”
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম শুরু করেছে। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে।
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১৮ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের সম্ভাবনা নিয়ে মন্তব্য করেন। তিনি জানান, প্রয়োজনীয় সংস্কার শেষ হলে এই সময়ে নির্বাচনের জন্য সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে।
এর আগেও জাতিসংঘে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গে বৈঠকেও ড. ইউনূস বলেছিলেন, “সংস্কার ও ভোটার তালিকার কাজ শেষ হলেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post