প্রতিনিয়ত আমরা আমাদের নানা কাজের কথা ভুলে যাই। এমন ভুলে যাওয়া আমাদের অনেকের জন্য স্বাভাবিক ঘটনা। তবে ভুলে যাওয়া এক লটারিতে কপাল খুলেছে এক নারীর। লটারিতে মিলিয়ন ডলার তথা সাড়ে ১১ কোটি টাকা জিতেছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিজের প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে মুদি দোকানে গিয়েছিলেন এক নারী। এ সময় সেখান থেকে একটি লটারিও কিনেন তিনি। তবে ব্যস্ততার কারণে এটি ব্যাগে রেখে ভুলে যান ওই নারী। পরে এটি পরীক্ষা করে রীতিমতো তাজ্জব বনে যান ওই নারী। লটারিতে মিলিয়ন ডলার জিতেন তিনি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ৬৪ লাখ টাকা। আর ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে।
লটারি কর্মকর্তাদের তিনি বলেন, ইলমহাস্ট এলাকার একটি দোকানে তিনি কিছু জিনিস কিনতে যান। সেখান থেকে তার এ লটারি জয়ের যাত্রা শুরু হয়।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে দোকানে গিয়েছিলেন তিনি। এ সময় দোকানে ঢোকার আগে তিনি লাকি যে লোটো লটারির টিকিট দেখতে পান। পরে সেখান থেকে একটি টিকেট কিনেন তিনি। কিন্তু এরপর বিষয়টি তিনি ভুলে যান।
ওই নারী বলেন, টিকিটের কথা গত ২০ অক্টোবর পর্যন্ত মনে ছিল না। পরে সেদিন সন্ধ্যায় মনে পড়ে। তখন তিনি তিনি টিকিটটি পরীক্ষা করে দেখেন।
তিনি জানান, লটারিতে এত ডলার জয়ের আনন্দে আমি কাঁদতে শুরু করি। প্রথমে আমি বিষয়টি বিশ্বাস করতে পারিনি। এটি আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে।
তিনি আরও জানান, লটারি জেতার পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনাও সাজিয়েছেন তিনি। এখন নিজের প্রিয় জায়গাগুলোতে ঘুরতে বের হবেন তিনি। এ তালিকায় অন্যতম স্থান হলো আয়ারল্যান্ড। সেখানকার ভূপ্রকৃতি অসাধারণ। আমি এখন প্রতিবছর বেড়ানোর সুযোগ পাব। বিষয়টি ভেবেই আমি রোমাঞ্চিত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post