সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর হারাম শরিফে কাবায় নামাজ আদায় করে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত বাংলাদেশি কামরুজ্জামান মারা গেছেন।
দীর্ঘ ১১দিন আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে মক্কা নগরীর একটি হাসপাতালে মারা গেছেন তিনি।
এর আগে ২৯ অক্টোবর সন্ধ্যায় হারাম শরিফ মসজিদে মাগরিবের নামাজ শেষে নিজ বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন।
কামরুজ্জামান চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের মরহুম আলী আশ্রাফের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১২ বছর ও ৮ বছর বয়সি দুই ছেলে রেখে গেছেন।
নিহতের বড় ভাই মাহবুব হোসেন মামুন জানান, জীবিকার তাগিদে ও পারিবারিক স্বচ্ছলতার আশায় দুই বছর আগে মো. কামরুজ্জামান সৌদি আরবের মক্কায় পাড়ি জমান।
গত ২৯ অক্টোবর মক্কার হারাম শরিফে মাগরিবের নামাজ আদায়ের পর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন।
এর ১১ দিন পর শনিবার রাত আনুমানিক ১টার দিকে তার মৃত্যু হয়। তিনি মরদেহ দেশের আনার বিষয়ে সরকারি সহযোগিতা কামনা করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post