স্বাস্থ্য সুরক্ষায় ট্যানিং বেড এবং ট্যাটু করার সরঞ্জাম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরবের মিউনিসিপালিটিস এন্ড হাউজিং মন্ত্রণালয়। আগামী ১৮০ দিনের মধ্যে নতুন এই নির্দেশনা কার্যকর হবে। খবর গালফ নিউজ।
এছাড়া স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে সেলুন ব্যবসায়ীদের ক্ষেত্রে নির্দেশনা জারি করা হয়েছে। যার মধ্যে রয়েছে সেভিং রেজর একের অধিক ব্যবহার না করা এবং স্যানিটেশন বিধি মেনে চলা।
স্বাস্থ্য সুরক্ষার জন্য সেলুনগুলোতে জীবাণুমুক্ত করণ ডিভাইস সরবরাহ করা হবে। যাতে সরঞ্জাম ব্যবহার করার পর সেগুলো যথাযথভাবে স্যানিটাইস করা হয়। এক্ষেত্রে সৌদি আরবের ফুড এন্ড ড্রাগ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিন কসমেটিকস এবং প্রোডাক্ট ব্যবহার করতে হবে।
মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, এই পদক্ষেপগুলো পরিষেবার মান উন্নত করতে এবং এ খাতে বিনিয়োগ বৃদ্ধিতে সাহায্য করবে।
স্বাস্থ্য নির্দেশনায় সেলুনের কর্মীদের আচরণের ওপর বিধিনিষেধ আরোপ করে বলা হয়েছে, পরিষেবা চলাকালীন নাপিতদের নাক বা মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে এবং অসুস্থতার কোনো লক্ষণ দেখা দিলে তাদের কাজ করা থেকে বিরত থাকতে হবে।
স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য সেলুন প্রাঙ্গনে খাওয়া-দাওয়া নিষিদ্ধ করা হয়েছে এবং নারীদের শুধুমাত্র নির্দিষ্ট সময় প্রবেশের অনুমতি দেয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post