রাজধানীর মিরপুরে একটি আবাসিক হোটেলে আকবর আলী মন্ডল (৩৮) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বন্ধুরা তাকে গুরুত্বর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত আকবর আলী ভারতের মুর্শিদাবাদ ডোমকল থানার কোপরা গ্রামে। বাবার নাম আমির উদ্দিন মন্ডল।
মৃত আকবর আলী মন্ডলের বাংলাদেশি বন্ধু মাহমুদুর রহমান জানান, আকবর আলীসহ ছয় বন্ধু মিলে মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে বেড়াতে আসেন। এবং মিরপুর ১০ নম্বর নিউ রোজ হ্যাভেন আবাসিক হোটেলের তিন তলায় একটি রুমে ওঠেন। রাত সাড়ে ৩টার দিকে ঘুমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পরেন আকবর আলী। দ্রুত তাকে স্থানীয় অলোক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মিরপুর হার্ট ফাউন্ডেশন ঘুরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আকবর আলী মন্ডল এলাকায় কৃষি কাজ করতেন। আমার মায়ের চিকিৎসার জন্য ভারতে গেলে সকল ধরনের সাহায্য করতেন তারা। সেই সূত্রে তাদের সঙ্গে বন্ধুত্ব হয়। শুক্রবার তারা ছয়জন মিলে বাংলাদেশে বেড়াতে আসেন এবং মিরপুর ১০ নম্বর সেকশন ওই আবাসিক হোটেলে ওঠেন। সেখানেই অসুস্থ হয়ে পরেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুরের একটি আবাসিক হোটেল থেকে ওই ব্যক্তিকে বন্ধুরা অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি মিরপুর থানায় অবহিত করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post