প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সমর্থকরা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ফিলিস্তিনের পক্ষে ব্যানার প্রদর্শন করে আন্তর্জাতিক মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছেন। এই ঘটনা ফুটবলের মাঠকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে এবং বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
পিএসজি যদিও অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হেরে যায়, তবে তাদের সমর্থকরা ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে “ফ্রি প্যালেস্টাইন” লেখা বিশাল ব্যানার প্রদর্শন করে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
ব্যানারে আরও লেখা ছিল, “মাঠে যুদ্ধ হোক, কিন্তু বিশ্বে শান্তি বিরাজ করুক” এবং “গাজার একটি শিশুর জীবন কি অন্য শিশুর চেয়ে কম মূল্যবান?” এই স্লোগানগুলো ফিলিস্তিনে চলমান সংকটের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করেছে।
পিএসজি কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা সমর্থকদের এই পদক্ষেপের বিষয়ে অবগত ছিল না এবং ক্লাব রাজনৈতিক বার্তা প্রদর্শনের বিরোধী।
অন্যদিকে, ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলিউ এই ঘটনাকে “অগ্রহণযোগ্য” বলে অভিহিত করেছেন এবং পিএসজির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি।
এর আগেও স্কটিশ ক্লাব সেল্টিকের সমর্থকরা ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়ে জরিমানা গুনতে বাধ্য হয়েছিল।
এদিকে এই ঘটনা আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কারণ আগামী ১৪ নভেম্বর ফ্রান্স ইসরায়েলের বিপক্ষে ম্যাচ খেলবে। ফ্রান্সে বসবাসকারী বিশাল ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের কারণে এই ম্যাচকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে।
ইতালি ইসরায়েলের সঙ্গে ম্যাচ আয়োজন করেছে কঠোর নিরাপত্তার মধ্যে, অন্যদিকে বেলজিয়াম এই ম্যাচ আয়োজনে অস্বীকৃতি জানিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post