ওমানের একটি অঞ্চল থেকেই সাড়ে ছয়শোর বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে যৌথ আভিযানিক দল।
তাদের বিরুদ্ধে আবাসিক আইন লঙ্ঘন, ওয়ার্ক পারমিট না থাকা এবং ওমানিদের জন্য সংরক্ষিত পদে কাজ করার অভিযোগ আনা হয়েছে। সূত্রে জানা গেছে, গত অক্টোবরে উত্তর আল বাতিনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব প্রবাসীকে গ্রেপ্তার করা হয়।
সিকিউরিটি এন্ড সেফটি সার্ভিসেসের সদস্যদের নিয়ে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিদল। সর্বমোট ৬৫৮ জনকে বিভিন্ন অপরাধের দায়ে আটক করা হয়।
তাদের মধ্যে ৪২৫ জনের রেসিডেন্সির মেয়াদ ছিলোনা। ৬৮ জনকে ধরা হয়েছে বৈধ নিয়োগকর্তার অধীনে কাজ না করায়।
এছাড়া ১০৬ জন প্রবাসীকে ওমানিদের জন্য সংরক্ষিত পদে কাজ করায় গ্রেপ্তার করা হয়। বাকিদের বিরুদ্ধে অন্যান্য অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে এই ধরণের অভিযান নিয়ে ওমানে অবৈধ বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। অথচ চলতি বছরের জুনে বৈধতা পাওয়ার আশ্বাস পেয়েছিলেন তারা।
সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছিলেন, ওমান সরকার কোনো প্রকার জরিমানা ছাড়াই ৯৬ হাজার অবৈধ বাংলাদেশিকে বৈধ হওয়ার সুযোগ দেবে। অথচ ৬ মাস পেরোলেও এই বক্তব্যের বাস্তব কোনো অগ্রগতি দেখা যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post