মধ্য আমেরিকার নিকারাগুয়ায় মা দিবসের উদ্যাপন এক অনন্য আঙ্গিকে সাজানো হয়েছিল। দেশটিতে প্রতিবছর আয়োজিত ‘মাদ্রে পাঞ্জা’ প্রতিযোগিতায় গর্ভবতী মায়েরা তাদের বাচ্চা পেট নিয়ে একটি আনন্দময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
এই প্রতিযোগিতার মূল আকর্ষণ হল ‘সবচেয়ে বড় বেবি বাম্প’ খেতাব। প্রতিযোগীরা নিজেদের বাচ্চা পেটের আকার দেখিয়ে এবং এর পেছনের গল্প শেয়ার করে এই খেতাবের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিটি বাচ্চা পেটের পেছনে লুকিয়ে থাকে একটি অনন্য গল্প, যা মাতৃত্বের যাত্রাকে আরো বিশেষ করে তোলে।
এবারের প্রতিযোগিতায় অ্যানা পেনাস ৫৫ সেন্টিমিটার পরিমাপের তার বাচ্চা পেট নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি বলেন, “আমি এখনো ৮ মাসের গর্ভবতী নই, তবুও আমার পেট বেশ বড়।”
এই বছর মোট ১৫ জন গর্ভবতী মা এই অনন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। ইভেন্টের আয়োজক ক্রিশ্চিয়ান মেডিনা বলেন, “আমরা এই প্রতিযোগিতাটি ভালোবাসা ও স্নেহ নিয়ে আয়োজন করি। এটি আমাদের জন্য একটি আনন্দের বিষয়, কারণ আমরা ২১ বছর ধরে মা দিবস উদযাপন করে আসছি।”
বিজয়ীদের পুরস্কৃত করার পর দর্শকরা নাচে মেতে উঠেছিলেন। প্রতিযোগিতার মাধ্যমে মাতৃত্বের আনন্দ, শ্রদ্ধা ও সুরক্ষা প্রকাশ পেয়েছে। এটি অংশগ্রহণকারী ও দর্শকদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post