বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ভার্চুয়াল বৈঠক হয়েছে।
বৈঠকটি নিয়ে গতকাল বুধবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ভারতীয় সেনাবাহিনীর এডিজি পিআই (অ্যাডিশনাল ডিরেক্টরেট জেনারেল অব পাবলিক ইনফরমেশন) এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেন।
#DefenceCooperation #GeneralUpendraDwivedi, #COAS interacted with General Waker-Uz-Zaman, Chief of Army Staff, #BangladeshArmy, on Video tele call and exchanged views on issues of mutual interest including bilateral #DefenceCooperation.#IndiaBangladeshFriendship#IndianArmy… pic.twitter.com/DdY5Ole98e
— ADG PI – INDIAN ARMY (@adgpi) November 6, 2024
পোস্টে জেনারেল ওয়াকার-উজ-জামান ও জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ভিডিও কলের ছবি দেয়া হয়।
পোস্টে বলা হয়, তারা দুজন ‘ভিডিও টেলিকলে’ নিজেদের মধ্যে কথা বলেছেন। তারা ‘পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট’ বিষয়সহ দ্বিপক্ষীয় ‘প্রতিরক্ষা সহযোগিতা’ নিয়ে আলোচনা করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post