সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী গ্রেপ্তারের খবরে মধ্যরাতে আনন্দমিছিল করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক টিএ রোড প্রদক্ষিণ করে কুমারশীল মোড় প্রদক্ষিণ করে। পরে কান্দিপাড়া মাদ্রাসা রোড মোডে এসে শেষ হয়।
মিছিলে বিপুল সংখ্যক মাদ্রাসা শিক্ষার্থী অংশগ্রহণ করে নানান শ্লোগান দিতে থাকেন। এসময় তারা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসি দাবি করেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা ইউসুফ ভুইয়া, ইফতিখার জামীল, খালেদ সাইফুল্লাহ সিরাজী, বেলাল হুসাইন ইকরামুল মারজান চৌধুরী, কাজী খালেদ সাইফুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী একজন ইসলাম বিদ্বেষী। তিনি সবসময় এই দেশের আলেম ওলামাদের নিয়ে কটূক্তি করেছেন। তার নির্দেশ ব্রাহ্মণবাড়িয়ায় অসংখ্য মাদ্রাসা শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। তার ফাঁসি দাবি করছি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক হত্যা মামলা রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post