কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের ডিডি মধুসূদন সরকারের বিরুদ্ধে পাসপোর্ট কেন্দ্রীয় মসজিদের এসি খুলে এডির রুমে লাগানোর অভিযোগ ওঠেছে।
রবিবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় মসজিদ থেকে একজন মিস্ত্রি এসি খুলছে। অন্যদিকে এডি রুমে অন্য আরেকেজন এসি মিস্ত্রি এসি লাগানোর জন্য কাজ করছেন।
স্থানীয় একজন সংবাদকর্মী এসি মিস্ত্রিকে জিজ্ঞাসা করলে তিনি জানান, ডিডি স্যারের নির্দেশে এডি স্যারের রুমে এসি লাগানো হচ্ছে। স্থানীয়রা জানতে পারলে পুনরায় মসজিদের এসি মসজিদে লাগানো হয়।
স্থানীয় এলাকাবাসী জানান, বর্তমান ডিডি যোগদানের পর থেকে তিনি নিজের ইচ্ছামতো কাজ করছেন। মসজিদ থেকে এসি খুলে নেওয়ার মতো কাজ যে করতে পারে তার থেকে ভালো কিছু আশা করা যায় না। পাসপোর্ট করতে আসা ব্যক্তিরাও ডিডি ও এডির প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তাকে দ্রুত বদলি না করা হলে সকল শ্রেণি-পেশার মানুষ আন্দোলনে নামবে। এই বিষয়ে উপপরিচালক মধুসূদন সরকারের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post