ফিলিস্তিনি ও ইজরাইলের যুদ্ধ বিরতিতে অভিনন্দন জানিয়ে ফিলিস্তিনদের ধন্যবাদ জানিয়েছে ওমানের গ্র্যান্ড মুফতি আহমেদ আল খলিলী। পৃথিবীতে সবসময় সত্যের জয় হয় উল্লেখ করে মুফতি জানান, মুসলমানদের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমারা ওমানবাসী সবসময় ফিসিস্তিনিদের সাথে আছি। চলমান যুদ্ধ বিরতিতে আমরা আনন্দিত। সারা বিশ্বে ইসলামের জয় হবে।”
তিনি আরো বলেন, ‘‘যুদ্ধ বিরতি আমাদের মুসলিম জাতির জন্য একটি মূল্যবান উপলক্ষ। ফিলিস্তিনদের বিজয়ের বীরত্বপূর্ণ প্রতিরোধকে অভিনন্দন জানাই।” বিবৃতিতে ওমানের এই গ্র্যান্ড মুফতি ফিলিস্তিনিদের পাশে যারা ছিল এবং ভবিষ্যতে থাকবে সে সকল দেশের প্রতিও সম্মান জানান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
