ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খলিল কাজী (২৫) নামে গোসাইরহাটের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
খলিল উপজেলার গোসাইরহাট ইউনিয়নের সিংগাড্যা গ্রামের রফিকুল ইসলাম কাজীর ছেলে। খলিল একই ইউনিয়নের যুবলীগের দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক ছিলেন।
গোসাইরহাট ইউনিয়ন চেয়ারম্যান রিপন সরদার বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই সপ্তাহ ধরে খলিল ঢাকায় ন্যাশনাল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তার অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল ৮টার দিকে মারা যান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post