বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘জুনিয়র অফিসার’ পদমর্যাদার ১৪৪ জনকে সহকারী ব্যবস্থাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সম্প্রতি বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তর/পার্সোনেল শাখা থেকে জারি করা পৃথক ৮টি আদেশে তাদের পদোন্নতি দেওয়া হয়। আদেশে স্বাক্ষর করেছেন বিমানের উপ-মহাব্যবস্থাপক (পার্সোনেল) খন্দকার বাকী উদ্দিন আহম্মদ।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- প্রশাসন বিভাগের ২২ জন, নিরাপত্তা বিভাগের ৪ জন, বাণিজ্যিক বিভাগের ২১ জন, গ্রাউন্ড সার্ভিস বিভাগের ৭২ জন, হিসাব বিভাগের ২০ জন, প্রকিউরমেন্ট বিভাগের ৩ জন, অপারেশন ট্রেনিং বিভাগের ১ জন ও মেইন্টেনেন্স বিভাগের ১ জন।
আদেশে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পদোন্নতিপ্রাপ্তরা বেতন বিভাগ-৬ এর বেতনক্রম ২৬ হাজার ৫০০ থেকে ৫৭ হাজার ৯৫০ টাকা প্রাপ্য হবেন।
পদোন্নতিপ্রাপ্তরা ৬ মাসের জন্য শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকবেন। শিক্ষানবিশ সন্তোষজনক হলে তাদের চাকরি নিশ্চিতকরণ করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post