মালদ্বীপে অবৈধ অভিবাসন ও প্রবাসীদের অপরাধ কার্যকলাপ নিয়ে রিপোর্টের হিড়িক পড়েছে। এ ধরণের অভিযোগের জন্য ইমিগ্রেশন ওয়াচ নামে অনলাইন প্ল্যাটফর্ম চালুর তিন মাসের মধ্যে ৮০০ রিপোর্ট জমা পড়েছে। সবচেয়ে বেশি রিপোর্ট করা হয়েছে প্রবাসীদের অবৈধ ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে।
এর পাশাপাশি ওয়ার্ক ভিসা লঙ্ঘন সম্পর্কিত ২০৬টি রিপোর্ট এবং বিভিন্ন দেশের অভিবাসীদের অবৈধ ব্যবসা সংক্রান্ত ২২১টি অভিযোগ জমা হয়েছে।
এ বিষয়ে প্রবাসীদের সতর্ক ও অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। জানা গেছে, মালদ্বীপে অনেক প্রবাসী অবৈধ ব্যবসা, পতিতাবৃত্তি, ট্যুরিস্ট ভিসা লঙ্ঘন, কাজের ভিসা লঙ্ঘন, কালোবাজারি, বৈদেশিক মুদ্রা বিনিময়, মানবপাচারসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে আছেন। ফলে নিয়মিত অভিযানে গ্রেপ্তার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও।
প্রবাসীদের বিরুদ্ধে অন্যান্য যেসব ক্যাটাগরিতে বেশি অভিযোগ জমা হয়েছে সেগুলো হলো- পতিতাবৃত্তি, ডকুমেন্ট জালিয়াতি, ব্ল্যাক মার্কেটে মুদ্রা বিক্রি এবং নিখোঁজ ডায়েরি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post