আগামীকাল (২৯ এপ্রিল) থেকে পহেলা মে পর্যন্ত ওমানের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দেশটির সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) এই তথ্য জানিয়েছে। ইতিমধ্যেই আজ সন্ধার পর থেকে দেশটির আল খয়ের, আমরাত, নাখাল সহ বেশকিছু অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে বলে জানাগেছে স্থানীয় সূত্রে।
ওমানের জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৯শে এপ্রিল বৃহস্পতিবার থেকে পহেলা মে শনিবার পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে নিম্নচাপ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় দেশটির বিভিন্ন অঞ্চলে ঝড়ো বাতাসসহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে যে, দেশটির মুসান্দাম প্রদেশের উপকূলীয় অঞ্চল এবং আল হাজর পর্বতমালার আশেপাশের অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দেশটির নাগরিক ও প্রবাসীদের সতর্কতার সাথে চলাচলের জন্য আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
