ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটারের মধ্যে চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পশ্চিম ত্রিপুরার জেলা প্রশাসক ড. বিশাল কুমার এই নিষেধাজ্ঞা জারি করেছেন। সোমবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে আরও বলা হয়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সাধারণ মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে। আগরতলা এবং মোহনপুর মহকুমাজুড়ে ভারত-বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটারের মধ্যে রাত ৮ টা থেকে সকাল ৫ টার মধ্যে সাধারণ চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে এই নির্দেশে।
রবিবার থেকে জারি করা এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত। নির্দেশ অমান্য করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশে জানানো হয়েছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন গণঅভ্যুত্থানের রূপ নেওয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয়। তারপর থেকেই গত দুই মাস ধরে বহু বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করছেন। তাদের মধ্যে অনেকে ধরাও পড়ছেন। এই অবস্থায় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে আরও কড়া পদক্ষেপ নিল ত্রিপুরা।
পশ্চিম ত্রিপুরার জেলা প্রশাসক ড. বিশাল কুমার বলেছেন, মানুষের জীবনের পক্ষে হুমকি এবং শান্তিতে ব্যাঘাত রোধ করতে সীমান্তে যাতায়াতের সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তবে নিরাপত্তা বাহিনী, কর্তব্যরত সরকারি কর্মকর্তা এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের এই নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেউ নিয়ম ভঙ্গ করলে ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারার অধীনে ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post