এক যুগ ধরে পেটের ব্যথায় ভুগছিলেন ৪৫ বছর বয়সী এক নারী। একাধিক চিকিৎসক দেখিয়েও সারছিল না ব্যথা। অবশেষে নির্ণয় হলো ব্যথার কারণ। দীর্ঘ ১২ বছর ওই নারীর পেটের ভেতরে কাঁচি ছিল।
ভারতের সিকিমের বাসিন্দা ওই নারী। ২০১২ সালে গ্যাংটকের হাসপাতালে অ্যাপেনডিক্স অপরেশন হয়েছিল তাঁর। সে সময় চিকিৎসকের মারাত্মক গাফিলতির কারণে এক যুগ ধরে যন্ত্রণা সহ্য করতে হলো তাঁকে। অ্যাপেনডিক্স অপরেশনের পরেও দফায় দফায় ব্যথার কারণে একাধিক চিকিৎসককে দেখান তিনি। কিন্তু মেলেনি সমাধান।
এক যুগ ধরে ব্যথায় ভোগার পর চিকিৎসকের পরামর্শে নামচির একটি স্বাস্থ্যকেন্দ্রে বায়োপসি করান ওই নারী। সেই রিপোর্ট সন্দেহজনক হওয়ায় গত ৮ অক্টোবর গ্যাংটকের হাসপাতালেই নিয়ে যাওয়া হয় তাঁকে। এক্স–রে করানো হলে ধরা পড়ে পেটের ভেতর কাঁচি ।
কাঁচি শনাক্তের পর দ্রুত অস্ত্রোপচারের ব্যবস্থা করে গ্যাংটকের হাসপাতাল। ৮ অক্টোবরই অস্ত্রোপচার করে কাঁচি জোড়া বের করা হয় নারীর তলপেট থেকে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তিনি সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এখন প্রশ্ন উঠছে, কীভাবে এমন গাফিলতি ঘটল? হাসপাতাল কর্তৃপক্ষ এবং দোষী চিকিৎসকের শাস্তি দাবি করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post