ভারতীয় নাগরিকত্ব আইনের ৬-এ ধারার সাংবিধানিক বৈধতা মেনে নিয়ে ১৯৭১-এর পর আসামে আসা বাংলাদেশিদের নাগরিকত্ব বাতিল করেছে ভারতের সুপ্রিম কোর্ট। এর আওতায় ১৯৭১ সালের ২৫ মার্চের পর যারা ভারতে অনুপ্রবেশ করেছেন, তাদের নাগরিকত্বের সুযোগ-সুবিধা দেয়া হবে না।
তবে, একমাত্র বিচারপতি জেবি পাদ্রিওয়ালা জানিয়েছেন, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৬-এ ধারা অসাংবিধানিক। আর তাতে ৪:১ সংখ্যাগরিষ্ঠতায় নাগরিকত্ব আইনের ৬-এ ধারার সাংবিধানিক বৈধতা বহাল রাখা হয়।
ভারতে নাগরিকত্ব আইনের ৬-এ ধারার আওতায় ১৯৬৬ সালের ১ জানুয়ারি থেকে ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত অনুপ্রবেশকারীদের নাগরিকত্বের সুযোগ-সুবিধা দেয়া হয়। ওই ধারার আওতায় যারা সে সুযোগ-সুবিধা পাবেন, তাদের অধিকাংশই বাংলাদেশি। অর্থাৎ এ সময়ের পরে যারা ভারতে অনুপ্রবেশ করেছেন তারা নাগরিকত্বের সুবিধা পাবেন না।
শুধু আসামের জন্যই নাগরিকত্ব আইনের ৬-এ ধারাটি সৃষ্টি করা হয়েছিল। আসামে অনুপ্রবেশের বিরুদ্ধে রক্তক্ষয়ী আন্দোলনের পর ১৯৮৫-তে ভারত সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে হওয়া ‘আসাম চুক্তি’র অঙ্গ হিসেবে নাগরিকত্ব আইনের এ ধারাটি সৃষ্টি করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post